tags: Islamic rules in Bengali ; বাংলাতে ইসলামিক নিয়মকানুন জানুন ; দাঁড়িয়ে প্রসাব করা কেন নিষেধ? বিস্তারিত পোস্টে দেখুন

আমরা অনেক সময় রাস্তার সাইডে অথবা বিভিন্ন জাইগাতে দাড়িয়ে প্রসাব করে থাকি। ইসলামী শরীয়াহ মোতাবেক দাড়িয়ে প্রস্রাব করা নাজায়েয। দাড়িয়ে প্রসাব করলে প্রসাব ছিটকে এসে গায়ে পড়ে শরীর অপবিত্র করে দিতে পারে। যেকোন নরম জায়গায় বসে প্রস্রাব করা বাঞ্চনীয়, যাতে প্রসাবের ছিঁটে ফুটা গায়ে এসে না লাগে। এ ব্যাপারে হযরত আয়েশা (রাঃ) বলেন

ﻪﻠﻟﺍ ﻝﻮﺳﺭ ﻥﺃ ﻢﻜﺛﺪﺣ ﻦﻣ ﻠﻋ ﻪﻠﻟﺍ ﻰﻠﺻ ] ﺎﻤﺋﺎﻗ ﻝﺎﺑ ﻢﻠﺳﻭ ﺎﺴﻟﺎﺟ ﻻﺇ ﻝﻮﺒﻳ ﻥﺎﻛ ﺎﻣ ﻩﻮﻗﺪﺼﺗ ﻼﻓ “যে তোমাকে এই কথা বলে রাসূল সাঃ( সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) দাড়িয়ে প্রস্রাব করেছেন, তাহলে তুমি বিশ্বাস করো না, কারণ তিনি বসে ছাড়া প্রস্রাব করতেন না” এবং উচু জায়গায় বসে নিচের দিকে করে প্রস্রাব করতেন, যেন শরীরে ছিটা না পড়ে।(সহীহ বুখারী ও সহীহ মুসলিম মুসলিম)।

তবে হ্যা, কারো যদি উপযুক্ত ওজর থাকে, তার ক্ষেত্রেই শুধু জায়েয, কেননা সে বাধ্য। (আল্লাহই অধিক অবগত)